লালমনিরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী রেজাউল করিম স্বপনের মটর সাইকেল শোভাযাত্রা চমক
লাভলু শেখ।। লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে লালমনিরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী রেজাউল করিম স্বপন পৌর নির্বাচনকে সামনে রেখে সকল স্তরের জনগনকে সাথে নিয়ে মতবিনিময় করেন এবং মত বিনিময় শেষে সকলকে নিয়ে লালমনিরহাট পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে মটর সাইকেল শোভাযাত্রা প্রদক্ষিন করেছেন। এসময় বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী রেজাউল করিম স্বপন, উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, বেলাল হোসেন শিপলু,আব্দুল খালেক বাবু, জাবেদ হোসেন বক্কর,শফিকুল ইসলাম, আলমগীর হোসেনসহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে শোভাযাএা বেড় হয়ে শেষ বিকেল পযন্ত প্রায় শতাধিক মটরসাইকেল দিয়ে শহরের প্রতিটি ওয়াডে প্রচারনা চালায়। জনপ্রিয় এসমাজ সেবকের মটরসাইকেল শোভাযাত্রা দেখতে প্রতিটি পাড়ামহল্লার রাস্তায় মহিলা, পুরুষ,শিশু ও কিশোর ভিড় জমিয়ে দেখেন এবং প্রাথীঁকে হাত নেড়ে অভিনন্দন জানান এবং প্রাথীঁও সকলে শুভেচ্ছা জানিয়ে তাদের কাছে ভোট পাওয়ার অাবেদন করেন। জনপ্রিয় স্বপনের মটরসাইকেল শোভাযাত্রা শহরকে জমজমাট করে তুলেন। এর অাগে অন্য ৩ প্রাথীঁর মটরসাইকেল শোভাযাত্রা বেড় হলেও তেমন দেখার মতো ছিল না। তবে স্বপনকে এবার মেয়র হিসেবে দেখতে চায় পৌরবাসী। তার সেবাদানে চমক থাকায় পৌরবাসী মহাখুশী।