লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি বক্কর রিক্সা হারানো নাজমুলকে নতুন রিক্সা কিনে দিলেন
লালমনির কন্ঠ ডেস্ক।। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন রিক্সা হারিয়ে ফেলে অসহায় হয়ে পড়া নাজমুল কে ব্যক্তিগত অর্থায়নে একটি নতুন রিক্সা কিনে দিয়ে মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর।
জানা যায়, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মুন্সির বাজার এলাকার এমদাদুল হকের ছেলে নাজমুল,গত এক মাস পূর্বে লালমনিরহাট রেলওয়ে ওভারব্রিজের নিচে রিক্সা রেখে হোটেলে নাস্তা করতে ঢুকে। এরপর বেরিয়ে সে রিক্সাটি খুঁজে পায়না।জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে ফেলে অসহায় হয়ে পড়ে নাজমুল।এবিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর জানতে পারলে তিনি নতুন রিক্সা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন নাজমুল কে।সেই প্রতিশ্রুতি রাখতেই রবিবার একটি নতুন রিক্সা কিনে উপহার দেন রিক্সা চালক নাজমুলকে।
নতুন রিক্সা উপহার পেয়ে রিক্সা চালক নাজমুল বলেন,গত এক মাস পূর্বে রিক্সাটি হারিয়ে আমি একবারে ভেঙ্গে পড়ি। এরপর জাবেদ হোসেন বক্কর ভাই নতুন রিক্সা কিনে দেয়ার প্রতিশ্রুতি দেয় আমাকে। ২২ নভেম্বর ভাই আমাকে একটা নতুন রিক্সা কিনে দিয়েছে। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। বক্কর ভাইয়ের এই ঋণ আমি কখনেই শোধ করতে পারবোনা। দোয়া করি জাবেদ হোসেন বক্কর ভাই অনেক ভালো থাকুক। আল্লাহ ওনাকে সব সময় ভালো রাখুক।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর বলেন, নাজমুলের রিক্সা হারানোর খবরটি শুনে আমার খুব খারাপ লাগে। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি নতুন রিক্সা কিনে দিবো। আজ সেটা দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এভাবে সব সময় অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন।