লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমনির কণ্ঠ ডেস্ক।। গত ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই ফাউন্ডেশন কর্তৃক ৫শত গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সিরাজুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা। বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উপ-সচিব হারুন অর রশিদ, বিসিসিআই-এর সিনিয়র অফিসার তানভীর আহম্মেদ,। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সুমন খান, পরিচালক মোকছেদুর রহমান, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব সেকেন্দার আলী, আলহাজ্ব শাহ আলম শেখ, মোড়ল হুমায়ুন কবীর,কাজী নজরুল ইসলাম,আলী হাসান নয়ন, আব্দুল আহাদ লুলু, আব্দুল খালেক বাবু প্রমুখ। স্থানীয় সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোর্শেদুর রহমান রাংগু।