লালমনিরহাটে হযরত শাহ্ নওগজি (রহঃ) এর মাজার শরীফে এ্যাডঃ মতিয়ার রহমানের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত।
স্টাফ রিপোর্টার,ফিরোজ হোসেন।।
লালমনিরহাটে হযরত শাহ্ নওগজি (রহঃ) এর মাজার শরীফে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা এ্যাডঃ মতিয়ার রহমানের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত। ৭মে শুকবার লালমনিরহাট পৌরসভার ৪ নং ওয়াডের খোঁচাবাড়ী মাজার পাড়া হযরত শাহ্ নওগজি (রহঃ) এর মাজার শরীফে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমানের আশু রোগমুক্তি কামনায় তার ব্যক্তি গত সচিব এরশাদুল করিম রাজুর ব্যবস্থাপনায় ও মাজার পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওঃ ক্বারী আঃ সাত্তার। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা সহঃ অধ্যাপক হারুন অর রশিদ, সাঁকোয়ার মন্জিল কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আঃ সোহরাব,হাফেজ মইনুদ্দিন,মাষ্টার পাড়া জামে মসজিদের সভাপতি ইয়াকুব আলী মোল্লা,খোচাবাড়ী সাঁকোয়র পাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, মাজার শরীফের উপদেষ্টা মোঃ মোবারক আলী মোঃ ফয়জার হোসেন, মোঃ আজিজার রহমান,রমজান আলী, আছান উল্লাহ, মোজাম্মেল আলী।হযরত শাহ্ নওগজি (রহঃ) এর মাজার কমিটির সভাপতি মোঃ নুর ইসলাম,সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, আরো উপস্থিত ছিলেন মজিদুল, মহসিন, বাদল,মিষ্টার সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণও উপস্থিত ছিলেন।