লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম জাতীয় শোক দিবস পালিত
লালমনির কন্ঠ ডেস্ক।। লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারী-বেসরকারী ও আওয়ামীলীগের অঙ্গসংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেন। বঙ্গবন্ধু র স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৃথক কর্মসূচীতে অংশগ্রহন করেন। লালমনিরহাট পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম স্বপন শোক দিবস উপলক্ষে লালমনিরহাট পৌরসভা পক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি স্মরণ করেন। অপরদিকে বিকেল ৫টায় বড়বাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে বড়বাড়ী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম আশরাফুল হক মিটু, যুগ্ন- সম্পাদক চিএ রঞ্জন রায়, যুবলীগের সভাপতি মোঃশফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ সাজু মিয়া, মোঃআতিকুর রহমান,মোঃইনসান আলী ও মোঃচান মিয়া প্রমূখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে খাবার বিতরন করা হয়।