লালমনিরহাটে ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান করলেন রহমান স্মৃতি গণগ্রন্থাগার।
জিন্নাতুল ইসলাম জিন্না।।
লালমনিরহাটে রহমান স্মৃতি গণগ্রন্থাগারের পক্ষ থেকে ভাষা সৈনিকদের সম্মাননা ক্রেস্ট ২০২১ প্রদান।
২৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে রহমান স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে লালমনিরহাট জেলা শহরের উত্তরণ সুপার মার্কেটের ২য় তলায় ভাষা সৈনিক সম্মাননা ২০২১ অনুষ্ঠিত হয়।
ভাষা সৈনিক সম্মাননা-২০২১খ্রিঃ প্রাপ্তরা হলেন- মোঃ জহির উদ্দিন আহম্মদ, আবদুল কাদের ভাসানী, মনিরুজ্জামান (মরণোত্তর) এর পক্ষে ক্রেস্ট গ্রহন করেন তার পুত্র কামরুজ্জামান সুজন ও, কমরেড শামসুল হক (মরণোত্তর) পক্ষে ক্রেস্ট গ্রহন করেন তার কন্যা পারুল।
রহমান স্মৃতি গণগ্রন্থাগারের উপদেষ্টা কবি মাখন লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলাা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ_সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান, রংধনু নাট্যগোষ্ঠীর সভাপতি মোড়ল হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ।
এ সময় রহমান স্মৃতি গণগ্রন্থাগারের অর্থ সম্পাদক নাজমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু রহমান দুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শুভ্র শোভন রায়, দপ্তর সম্পাদক আবির রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জিনিয়া হাসনাত জুঁই, নির্বাহী সদস্য রহিমা খাতুন রোজি, কাব্য রাসেল, তাহ্ হিয়াতুল মৃদুল, শহিদ সুজন, সাকিব ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।