লালমনিরহাটে পুলিশের ২০২১ সালের এপ্রিল মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার ।। মোঃ ফিরোজ হোসেন।। লালমনিরহাটে পুলিশের ২০২১ সালের এপ্রিল মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত। জানাযায়
২৩ মে রবিবার সকাল ১১.০০ টার সময় রংপুর রেঞ্জ ডিআইজি অফিস থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে রংপুর রেঞ্জের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম এর সভাপতিত্বে ২০২১ সালের এপ্রিল মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠানে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে এ-সার্কেল জনাব মারুফা জামাল, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে লালমনিরহাট থানার এসআই মোঃ আজমীর হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কালীগঞ্জ থানার এএসআই মোঃ সেলিম আহম্মেদ, লুন্ঠিত মালামাল উদ্ধার ও মামলার রহস্য উদ্ঘাটনের জন্য হাতীবান্ধা থানার পুলিশন পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম’কে পুরষ্কৃত করা হয়।
ভিডিও কনফারেন্স শেষে পুলিশ সুপার লালমনিরহাট এর সভাপতিত্বে মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় লালমনিরহাট জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত জনাব সনাতন চক্রবর্তী এর বদলী জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন লালমনিরহাট পুলিশ সুপার বিপিএম, পিপিএম, আবিদা সুলতানা।