লালমনিরহাটে জেলা আওয়ামীলীগের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি ।। মোঃ এরশদুল করিম রাজু।। লালমনিরহাট জেলা আওয়ামীলীগের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩শে মে রবিবার বিকাল ৪.০০ ঘটিকার সময় লালমনিরহাট সার্কিট হাউস এ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম.পি র সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের রংপুর বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডঃ সফুরা বেগম রুমি। উক্ত মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।