লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সুমন খাঁন কর্তৃক গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে নগদ ১লক্ষ টাকা বিতরণ।
স্টাফ রিপোর্টার।। মোঃ ফিরোজ হোসেন।। লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সুমন খাঁন কর্তৃক গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে নগদ ১লক্ষ টাকা বিতরণ। জানাযায়
১১ মে মঙ্গলবার বিকাল ৫টায় লালমনিরহাট পৌরসভার কাজী কলোনী ঈদগাহ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ সাখাওত হোসেন সুমন খাঁন-এঁর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ ১লক্ষ টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার ১নং প্যানেল মেয়র নুরুল ইসলাম, ৩নং প্যানেল মেয়র ফাতেমা বেগম, পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল আহম্মেদ অয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বী, পৌর ছাত্রলীগের শিক্ষা ও পাঠক্রম বিষয়ক সম্পাদক আরিফ খাঁন।
উল্লেখ্য যে, লালমনিরহাট পৌরসভার কাজী কলোনী, পুকুর পাড়, ঝাড়ুদার পট্টি, লিচু বাগানের অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নগদ ১লক্ষ টাকা বিতরণ করেন।