লালমনিরহাটের কালীগঞ্জে১৯ বোতল ফেন্সিডিল সহ ১ জন আটক.১জন পলাতক
লালমনির কন্ঠ ডেস্ক।। লালমনিরহাটের কালীগঞ্জে১৯ বোতল ফেন্সিডিল সহ ১ জন আটক.১জন পলাতক জানাযায় গত ২৫ ফেব্রুয়ারী বিশেষ সংবাদের ভিত্তিত্বে জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই/তুষার চন্দ্র রায় ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ কালীগঞ্জ থানাধীন ০৬ নং গোড়ল ইউনিয়ন হইতে ১৯ বোতল ফেন্সিডিল সহ ১. মোঃ ইয়ামিন চৌধুরী ইমন (২৩), পিতা-মৃত মোস্তাফিজার রহমান, সাং-দেওডোবা ডাঙ্গীরপাড়, থানা-রংপুর কোতয়ালী, জেলা-রংপুর স্থায়ী ঠিকানা দাদা-মৃত ইউনুস আলী, সাং-বড়াইপুর ০১নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করেন অপর আসামী ২. মোঃ মিল্টন মিয়া (২৫), পিতা-মোঃ কাশেম মিয়া, সাং-দেওডোবা ডাঙ্গীরপাড়, থানা-রংপুর কোতয়ালী, জেলা-রংপুর ঘটনাস্থল হইতে সূ-কৌশলে পালিয়ে যায় এবং ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নং-২৭, তাং-২৫/০২/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৩(খ)/৪১ রুজু করা হয়।