লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম (সার্বিক)–পাটগ্রাম ভূমি অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করলেন।
লালমনির কন্ঠ ডেস্ক।। লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম (সার্বিক)–পাটগ্রাম ভূমি অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করলেন।
২৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় হঠাৎ করেই পাটগ্রাম উপজেলা ভূমি অফিস আসেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম (সার্বিক)তাৎক্ষণিক পাটগ্রাম উপজেলা ভূমি অফিস এসে টিউবওয়েল থেকে শুরু করে ভূমি অফিসের বিভিন্ন আসবারপত্র ও আশপাশের বিভিন্ন জায়গায় পড়ে থাকা আবর্জনা পরিচ্ছন্ন করেন । গাছে এবং শুকনো স্থানে পানি দেওয়া সহ পাটগ্রাম উপজেলা ভূমি অফিসের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করেন, পাটগ্রাম ভূমি অফিসের আশপাশের জায়গা গুলিও এখন বেশ পরিস্কার পরিচ্ছন্ন ।
পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা’র কাছে ,পাটগ্ৰাম ভূমি অফিস হঠাৎ পরিস্কার পরিচ্ছন্ন করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল ইসলাম স্যার হঠাৎ করেই পাটগ্রাম উপজেলা ভূমি অফিস আসেন এবং ভূমি অফিসের আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করেন , আমিও স্যারের সাথে পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশ নিয়েছি ।
পাটগ্রাম ভূমি অফিস এখন থেকে পরিস্কার পরিচ্ছন্ন থাকবে বলে তিনি জানান।