ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান গেল বৃদ্ধের।
লালমনির কন্ঠ ডেস্ক ।। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় পাথর বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসির উদ্দিন কাচুয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধার আগে বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক মহাসড়েকর কলাবাগান চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন কাচুয়া বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নাসির উদ্দিন কাচুয়া স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় ভারতের পাথর বোঝাই ট্রাক চালকের অসাবধানতাবশত ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাসির উদ্দিনের মৃত্যু হয়। এসময় চালক পালিয়ে যায়।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারতীয় ট্রাকটি বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের জিম্মায় রাখা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।