বুড়িমারীতে জুয়েল কে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়াসহ ৩ মামলায় গ্রেফতারকৃত ২ জনের পৃথক ৩ দিনের রিমান্ড মন্জুর করেছে অাদালত
।। লাভলু শেখ।। লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যা ও তার লাশ পুড়িয়ে দেয়ার মামলাসহ ৩ মামলায় গ্রেফতারকৃত অারো ২জনের পৃথক ৩দিনের রিমান্ড মন্জুর করেছে অাদালত এ মামলায় অারো ১ জন কে গ্রেফতার করেছে পুলিশ। এ পযন্ত মোট ৩৯ জন কে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের
আমলি আদালত ৩-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান,গ্রেফতারকৃত অাসামী অাবুল কালাম ও জি এম মানিক এর পৃথক ৩ করে রিমান্ড মন্জুর করেছে অাদালত। মঙ্গলবার ডিবি পুলিশের পক্ষ থেকে অাবুল কালামের ৫ দিন ও জি এম মানিকের ৩ রিমান্ড চেয়ে অাবেদন করা হলে অাদালত বুধবার শেষ বিকেলে ২ জনের ৩ দিন করে রিমান্ড মন্জুর করেছে অাদালত। অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বুড়িমারী বাজার থেকে অভিযান চালিয়ে অারো ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সে পাটগ্রামের বুড়িমারীর উফারমারা নাটারবাড়ী গ্রামের মোঃফজলুল হক ওরফে ঘোটো এর ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩৭) । গ্রেফতারকৃত ফরিদুল কে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। । গত ২৯ অক্টোবর বুড়িমারীতে জুয়েল কে কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে গনপিটুনি দিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া হয়েছিল।