পাটগ্রামের তিনবিঘা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় ১২ জন কে আটক করেছে বিজিবি
লালমনির কন্ঠ ডেস্ক।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে যাওয়ার সময় ১২ জন কে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আনুঃ রাত সাড়ে ৮ টার সময় সীমান্তের ৮১২ নম্বর মেইন পিলারের নিকট থেকে আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে থাকে। এ সময় ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের তিনবিঘা ক্যাম্পের টহল দলের সদস্যরা অনুপ্রবেশকারীদের ধাওয়া করলে অনুপ্রবেশকারীরা পিছু হটে। ওই সময় বাংলাদেশের বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি চেকপোস্টের দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতদেরকে পানবাড়ি বিজিবি ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল বলে স্বীকার করে। আটককৃতরা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহব্বত আলীর ছেলে শাকিল ইসলাম (২০), কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের কার্তিক বর্মণের ছেলে তুলারাম বর্মন (২৫), একই ইউনিয়নের ধনঞ্জয় রায়ের ছেলে অমৃত রায় (১৯), ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আবুল কালামের ছেলে শামসুল (২১), একই উপজেলার রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭), তরিকুল ইসলামের ছেলে আকাশ (১৫),মালেক মিয়ার ছেলে রিপন মিয়া (১৭), জামিরুল ইসলামের ছেলে রানা (১৭)তোয়াব আলীর ছেলে সোহেল (২০), আব্দুল মালেকের ছেলে জাফর (২২), তৈবুর আলীর ছেলে মাসুদ রানা (১৬), মোহাম্মদ সোনারদির ছেলে মোহাম্মদ বিটু (২০)।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র দেওয়া মামলায় আটক ১২ জনের মধ্যে শুক্রবার ৬ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে অপর কমবয়সী কিশোর ৬ জনকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।