দৈনিক আমার সংবাদ ৯বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান।
লালমনির কন্ঠ ডেস্ক।। দৈনিক আমার সংবাদ ৯বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় লালমনিরহাট এল,জি,ইডি মিলনায়তনে দৈনিক আমার সংবাদ এর ৯বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এস. আর শরিফুল ইসলাম রতন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, কবি, সাহিত্যিক, লেখক ও সমাজ সেবিকা ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন,লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম,ঠিকাদার আলহাজ্ব গোলাপ হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক আহমেদুর রহমান মুকুল,আলতাফুর রহমান আলতাফ, সুলতান হোসেন, নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সামসুল আলম প্রমুখ। এ সময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।