মা নেই বাবা নেই,
নেই কোনো জন,,
রাস্তার ধারে কেঁদে,
ভারী করে মন।
গায়ে তার ছেঁড়া জামা,
মাথায় বড় কেশ,,
এই জীবনে নেই তার,
কষ্টের কোনো শেষ।
প্রতিদিন বয়ে চলে,
কষ্ট আর শোক,,
টোকাই বলে গালি দেয়,
সমাজের লোক।
লেখক পরিচিতি : রাজিব হোসেন সুজন, পিতা- মোঃ মোশারেফ হোসেন তালুকদার, মাতা- মোসাঃ কাজলী বেগম। ১লা এপ্রিল ১৯৯৮ সালে পটুখালী জেলার সদর উপজেলায় মধ্যেবিত্ত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
২০১৩ সালে চান্দখালী জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি ও ২০১৫ সালে এসএসসি, ২০১৭ সালে আলহাজ্ব মোঃ ইসহাক আলী জোমাদ্দার কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং বর্তমানে পটুয়াখালী সরকারি কলেজে ডিগ্রী (বিএসএস) অধ্যায়নরত রয়েছেন।
তিনি লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতা’র সাথে যুক্ত হয়ে দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।