আদিতমারী উপজেলায় ভয়াবহ অগ্নীকান্ড। প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।
বিশেষ প্রতিনিধি মোঃ এরশাদুর করিম রাজু। জেলার আদিতমারী উপজেলাধীন সাপ্টিবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাকোয়ার বাজার সংলগ্ন মজিবর দেওয়ানীর বাড়ীতে ২২ মে শনিবার ভয়াবহ অগ্নীকান্ড ঘটে। জানা যায় সন্ধা আনুমানিক ৭.৩০ ঘটিকার সময় বিদ্যুতিক শর্ট সাকির্টের মাধ্যমে আগুন লেগে মজিবর দেওয়ানীর বাড়ীতে একটি টিনের ঘরে থাকা ৪টি ছাগল অগ্নিদগ্ধ হয়। এ সময় ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে তাৎক্ষনিক মুত্যুবরণ করে। ঘরে থাকা ১টি ৩ হর্সপাওয়ার বিদ্যুতিক মোটর,প্রায় ২৫ মন বিলাতি আলু,খড়ি,খেড় সহ অন্যান্য জিনিস পত্র পুড়ে ছাই হয়।এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। অগ্নীকান্ডের খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনিবারক দল ও এলাকাবাসীর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়।